Good Night Bangla Image Free Download | শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা

প্রিয় পাঠক, আমাদের ওয়েবসাইট Getartimages-এ স্বাগতম। আপনি কি খুঁজছেন good night bangla image free download,নতুন শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা ,Good night in Bangla। তাহলে আপনি সঠিক ওয়েবপেজে এসেছেন। আপনি আমাদের নির্বাচিত পোস্টে সেরা শুভরাত্রির শুভেচ্ছা বার্তা পাবেন। আপনি সহজেই অনুলিপি করে বাংলায় এই শুভ রাত্রি, বাংলার জন্য শুভ রাত্রি এসএমএস, বন্ধু এবং পরিবারের সদস্যদের বাংলায় শুভরাত্রি এসএমএস পাঠাতে পারেন।

আজ আমরা আপনাদের জন্য বাংলায় কিছু সেরা নতুন শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা সুন্দর ছবি নিয়ে এসেছি। এই পোস্টে, আমরা বাংলায় কিছু নতুন শুভ রাত্রি উদ্ধৃতি এবং নতুন শুভ রাত্রি ছবি নিয়ে এসেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এই পোস্টটি বাংলা ভাষায়, আমি আশা করি আপনি এটি পড়তে পছন্দ করবেন। আপনি আপনার প্রিয়জনের সাথে এই ছবি শেয়ার করতে পারেন।
Good Night Bangla Image Free Download

Good Night Bangla Image Free Download

আকাশে ঘনিয়ে এলো এক ভীষণ কালো
বন্ধু তুমি ঘুমটা দিয়ো ভালো
রাত তো এবার অনেক হলো,
যাও গো শুতে যাও।
শুভ রাত্রি

Good Night Bangla Image Free Download

পাখিরা সব বাসায় গেছে,
সবাই এখন চুপ।
বন্ধু তুমি কোথায় আছো,
দেখতে ইচ্ছে করছে খুব।
যেথায় আছো ভালো থেকো
স্বপ্নে হলেও আমায় মনে রেখো।
শুভ রাত্রি

Good Night Bangla Image Free Download

উড়বো আজ লাগিয়ে পরীর পাখনা
ঝেড়ে ফেলে পুরোনো
দিনের সকল ভাবনা,
ঘুমোনোর আগে একবার দেখিয়ে যাও
তোমার মিষ্টি হাসি,
যেই হাসিটি আমি খুব ভালোবাসি।
শুভ রাত্রি

Good Night Bangla Image Free Download

তোমার হাতটা রেখো
আমার হাতে,
ঘুমটা দিয়ো নিঝুম রাতে,
কখনো ছেরণা আমার হাত,
এখন তোমায় জানাই
শুভ রাত্রি

Good Night Bangla Image Free Download

নেমে এসেছে চাঁদের আলো,
রাতটা তোমার কাটুক ভালো,
কালকে আবার কথা হবে,
চাঁদ মামা পাশে রবে।
শুভ রাত্রি

Good Night Bangla Image Free Download

রাতের আঁধার নেমে এলো,
গুছিয়ে তোমার স্বপ্ন গুলো
কালকে আবার
দিনের বেলায় শুনবো
এখন তোমায় শুভ রাত্রি বলবো।

Good Night Bangla Image Free Download

পাখিরা সব আপন মনে
উড়ছে মেলে পাখনা,
ভুলে গিয়েছে জীবনের সব ভাবনা।
চাঁদ মামা রাত্রি করে মুস্কি হাসি দেয়,
আদর করে ঘুম পাড়িয়ে আবার চলে যায়।।
শুভ রাত্রি

Good Night Bangla Image Free Download

দিন যায় রাত্রি হয়,
আধার নেমে আসে
সারাজীবন বন্ধু তুমি থেকো আমার পাশে,
তোমায় ছাড়া
বন্ধু আমি থাকতে পারবো না
বন্ধু তুমি আমায় ছেড়ে দূরে যেয়ো না।
গুড নাইট

Good Night Bangla Image Free Download

Related Post: শুভ সকালের সুন্দর ছবি | নতুন সুপ্রভাত ছবি | শুভ সকাল রবিবার ছবি

রাত্রি হলে স্বপ্নে দেখো,
স্বপ্নে আমায় ভালোবেসো,
রাত হয়েছে চোখ টা বুজো,
স্বপ্নে তুমি আমায় খুঁজো।
শুভ রাত্রি

Good Night Bangla Image Free Download

আকাশ কুলে মেঘ করেছে,
সূর্য ঠাকুর ঘুম দিয়েছে,
পাখিরা সব বাসায় গেছে,
রাত্রি এখন হয়ে এসেছে।
শুভ রাত্রি

Good Night Bangla Image Free Download

কোকিল পাখি ডাকছে তোমায়,
কতো মধুর সুরে।
তারার মাঝে জোস্না ঝরে ছোট্ট নদীর তীরে,
দূর আকাশের দূর পথে,
দেখা যায় চাঁদের আলো
বন্ধু এখন শুয়ে পরো,
বলছি যে অনেক রাত্রি হলো।
শুভ রাত্রি

Good Night Bangla Image Free Download

Good Night Quotes in Bengali

দূর আকাশের অচিন পাখি,
কতো কি যে বলছে।
তারার মাঝে মৃদু মৃদু
আলো তো জ্বলছে
রাতের আলো হয়েছে ভীষণ কালো
রাত হয়েছে বন্ধু
এবার ঘুমাতে চলো।
শুভ রাত্রি

Good Night quotes in bengali

নিঃশব্দ আকাশ, নিঃশব্দ বাতাস,
পাখিরাও সব হয়েছে চুপ,
তোমার কথা এখন আমার
মনে পড়ছে খুব।
তোমার কথা ভেবে ভেবে
সূর্য ঠাকুর ডুবে গেলো,
রাতের বেলা আলো ছড়াতে
চাঁদ মামা উঠে এলো।
গুড নাইট

Good Night quotes in bengali

প্রজাপতি আজ মেলেছে পাখনা,
ভুলে গেছি সব মনের ভাবনা।
আকাশে উঠেছে মিষ্টি একটা চাঁদ
শুয়ে পরো,
হয়েছে এখন গভীর রাত।
শুভ রাত্রি

Good Night quotes in bengali

রাত্রি তো অনেক হলো,
গভীর রাত ঘনিয়ে এলো
পাখিরা সব ঘরে ফিরলো,
তারারা সব জানিয়ে দিলো,
চোখেতে ঘুম এলো,
রাতটা তোমার কাটুক ভালো
শুভ রাত্রি

Good Night quotes in bengali

রাত হয়েছে ঘুমিয়ে পরো
কালকে কথা হবে,
চন্দ্র মামা আকাশ জুড়ে,
জোস্না ছড়াবে।
রাতের বেলায় আলগা হওয়ায়
ঘুম ঘুম চোখ
বন্ধু তোমার আজকের রাতের
ঘুম টা ভালো হোক।
শুভ রাত্রি

Good Night quotes in bengali

জবা গাছে ফুল ফুটেছে
দেখতে খুব লাল
বন্ধু তোমার পাশে
থাকবো চিরকাল।
মাঝ রাতেতে ঘুম ভেঙে যায়
ফুলের সুঘন্ধে,
রাতের বেলা ঘুমিও ভালো,
ঘুমিও না মন্দে।
শুভ রাত্রি

Good Night quotes in bengali

চাঁদের আলো লাগছে ভালো,
সাথে ঠান্ডা বাতাস,
চাঁদের আলোয় জোস্না হলো
জুড়ে সারা আকাশ,
জোস্না আকাশে ঠান্ডা বাতাসে,
পাখির ঝিকিমিকি
বন্ধু আমার ঘুমিয়ে পরো
শুভ রাত্রি লিখি।

Good Night quotes in bengali

নিশির রাতে তোমার হাতে
রাখবো আমার হাত,
ঘুমিয়ে পরো সোনা আমার,
হয়েছে অনেক রাত।
ঘুমের পাখি ডেকে ডেকে
আমার কানে কয়
ঘুমিয়ে পরো রাত হয়েছে
নেইকো কোনো ভয়।
শুভ রাত্রি

Good Night quotes in bengali

আকাশে রয়েছে কতো
মিষ্টি মধুর তারা,
মনটা হারিয়েছে আজ
ওই চাঁদের পাড়া,
চাঁদের পাড়াতে বন্ধু আমি
তোমার দেখা পাই,
এখন শুধু শুয়ে শুয়ে
Good Night গাই।

Good Night quotes in bengali

এই পোস্টে আমরা কিছু good night bangla image free download শেয়ার করেছি।
আপনি আপনার প্রিয়জনের সাথে এই ছবি শেয়ার করতে পারেন।

Good Night Bangla Image Free Download

স্বপ্নে বন্ধু রাতের বেলা করবো খেলা খেলা,
এভাবেই থাকবো পাশে কাটবে রাতের বেলা।
দিনের শেষে নিশির রাতে
ঘুম টা দিও টাইট,
তোমায় বন্ধু এখন আমি জানাই
Good Night

Good night in bengali

দিনের বেলা সূর্য ঠাকুর ডুব দিয়েছে,
রাতের বেলা চন্দ্র মামা ফিরে এসেছে,
সূর্য ঠাকুর সেজে গুঁজে
আসবে দিনের পরে,
রাতের বেলা ঘুম টা দিয়ো
চাঁদের আলো ধরে।
শুভ রাত্রি

Good night in bengali

ঘুমের ঘোরে গাইবো গান,
বলবো কতো কথা,
রাত্রি জুড়ে ভাগ করে নিবো
মনের সকল ব্যথা,
তোমার সুরে দিবো সুর,
রাখবো হাতে হাত।
একসাথে কাটবে জীবন,
কাটবে সারা রাত
গুড নাইট

Good night in bengali

স্বপ্ন মানে বাঁচার নেশা, স্বপ্ন মানে ভালবাসা।
স্বপ্ন মানে দু:খ ভুলে
নতুন পথযাত্রী,
স্বপ্ন দেখো মিষ্টি ঘুমে,
জানাই শুভ রাত্রি।।

Good night in bengali

আজকাল কাউকে কিছু,
বুজানোর থেকে চুপ করে থাকা,
অনেক ভালো।
।।গুড নাইট ।।

Good night in bengali

ভয় পেওনা আছি পাশে ভেবোনা তুমি একা,
চন্দ্র মামা স্বপ্নে এসে দিবে তোমায় দেখা।
মাথার ওপর চন্দ্র মামা আলো ছড়িয়ে আছে,
সারাজীবন থাকবো সাথে তোমার পাশে পাশে।
শুভ রাত্রি

Good Night Bangla Image Free Download

চোখেতে ঘুম ঘুম লাগছে নেশা নেশা,
রাত্রি হলেই শুয়ে পরো
নতুন স্বপ্ন দেখার আসা।
রাত্রি মানেই
খোলা পথে হাত ধরে চলা,
রাত্রি মানেই ঘুমিয়ে পরে
Good Night বলা।

Good Night Bangla Image Free Download

Related Post: Good Morning Quotes in Bengali | Good Morning Wishes in Bengali

Good Night Love Images for Girlfriend

কত স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে,
রেখেছি কতো যত্নে
তোমাকে এই হৃদয়ে।
কতো রাত জেগেছি
তোমার চোখে চোখ মেলে,
রাত জেগে বসে আছি
তুমি আসবে বলে।
গুড নাইট

Good Night Love Images for Girlfriend

দিনের শেষে রাতের মাঝে খুঁজবো তোমাকে,
স্বপ্নে বন্ধু রাতের মাঝে পাবে আমাকে।
চাঁদের আলো ফুটবে যখন,
স্বপ্নে বন্ধু আসবো তখন,
তুমি হবে আমার মনের আপনজন,
তাই তোমায় জানায় আমি শুভ রাত্রি এখন।

Good Night Love Images for Girlfriend

রাত জেগে শুয়ে শুয়ে,
তোমার কথা ভাবি।
মনের মাঝে যত্ন করে,
তোমাতে ছবি আকি।
থাকবো কাছাকাছি ,
চলবো পাশাপাশি,
যেওনা দূরে চলে আমাকে দিয়ে ফাঁকি।
শুভ রাত্রি

Good Night Love Images for Girlfriend

শিউলি ফুলের গায়ে থেকে
বেরিয়েছে কতো ঘ্রান,
শিউলি ফুলের ঘ্রানে
ভিজেছে আমার প্রাণ
লিখেছি কতো কথা
ফুলের ওই পাতায়,
লুকিয়ে আছে কতো সৃতি
আমার ওই কথায়।
শুভ রাত্রি

Good Night Love Images for Girlfriend

বন্ধ করো তোমার ওই দুটি আখি,
লিখেছি চিঠি পৌঁছে দিবে তোমায় মন পাখি।
Good Night বলে দিয়ো আমায় চিঠিতে
মনে রেখো আমায়, তোমার স্মৃতিতে।
গুড নাইট

Good Night Love Images for Girlfriend

সূর্য ঠাকুর ঘুমিয়ে পড়েছে,
চাঁদ মামা উঠে পড়েছে
চাঁদ মামা বলছে ডেকে ,
ঘুমটা দিয়ো ভালো।
আর জেগোনা ঘুমিয়ে পরো ,
আধার নেমে এলো।
শুভ রাত্রি

Good Night Love Images for Girlfriend

আকাশের দিকে তাকিয়ে দেখো,
কেউ একজন ডাকছে।
ওপর থেকে চাঁদ মামা
জোস্না ছড়িয়ে হাসছে,
ঘুমিয়ে পরো পরী হয়ে
তোমার স্বপ্নে আসবো
সারাটা রাত তোমায়
আমি খুব ভালোবাসবো।
শুভ রাত্রি

Good Night Love Images for Girlfriend

রাতের এই ঘনো ঘটায়,
তারার ওই জোস্নায়,
দেখেছি কতো মেলা,
কেটেছে সারা বেলা।
চাঁদের ওই সুন্দর রূপটাতে,
দেখেছি কতো স্বপ্ন
তোমার ওই মুখটাতে।
শুভ রাত্রি

Good Night Love Images for Girlfriend

রাত্রি তো অনেক হলো চলো শুতে যাই,
কালকে যেনো আমি আবার
তোমার দেখা পাই।
যাবার আগে তোমায় আমি
শুভ রাত্রি জানাই।

Good Night Love Images for Girlfriend

এই পোস্টে আমরা কিছু good night bangla image free download শেয়ার করেছি।
আপনি আপনার প্রিয়জনের সাথে এই ছবি শেয়ার করতে পারেন।

শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা

দিন কাটলো রাত আসলো,
আসলো কতো আসা,
আসার মধ্যই লুকিয়ে আছে
গভীর ভালোবাসা,
বাসবো ভালো চলবো সাথে
থাকবো পাশাপাশি
রাতের বেলায় চাঁদের আলোয়
থাকবো কাছা কাছি।
Good Night

শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা

ঝিঝি পোকা গাইছে গান
বলছে ঝিকিমিকি
বন্ধু তোমায় SMS এ Good Night লিখি,
রাত হয়েছে আলগা করে চোখটা তুমি বুজো,
বন্ধু এবার সপ্নতে আমায় তুমি খোঁজো।
শুভ রাত্রি

শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা

দিনের শেষে সূর্য ডোবার পরে
গভীর রাত্রি,
নিঝুম রাতে চাঁদের আলোয়
হয় শুভ রাত্রি।
রাতের বেলা নিঝুম রাতে
করো স্বপ্নে খেলা
রাত পোহালে সকাল হলে
আসবে নতুন বেলা।
শুভ রাত্রি

শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা

দূর পথেতে সোনা যায়
পাখির মিস্টি মধুর ডাক,
চোখটা বুজে ঘুমিয়ে পরো
হয়েছে অনেক রাত,
চোখটা বুজে ঘুমিয়ে পরো
স্বপ্ন দেখো ভালো,
সব কিছুই ঘুমিয়ে পড়েছে
আকাশ টা হয়েছে ভীষণ কালো।
শুভ রাত্রি

শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা

রাত জাগা পাখি হয়ে
যার কথা ভাবি,
এই মনে একা একা
তার ছবি আঁকি ,
জোস্নার নীল আলো
তার চোখে ভাসে,
বন্ধু হয়ে থেকো তুমি চিরদিন পাশে ।
শুভ রাত্রি

শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা

স্বপ্ন
হৃদয় ও আত্মাকে স্পর্শ করে |
এটা একটা অলৌকিক শক্তি,
যা কল্পনা আর বাস্তবকে একত্রিত করে |
আশা করি আজ রাতে তুমি
মধুরতম স্বপ্ন দেখো।
শুভরাত্রি

শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা

মিষ্টি মিষ্টি রাত,
আকাশে নেই চাঁদ।
মেঘে ঢাকা আকাশ,
ঠাণ্ডা ঠাণ্ডা বাতাস
ঘুমিয়ে গেছে পাখি,
মিটি মিটি আলো দেয় জোনাকি
তোমাদের কে জানাই
শুভরাত্রি

শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা

অন্ধকার এই রাতে ,
জোনাকির সাথে
এক ঝুড়ি সুখ পাঠিয়ে দিলাম,
তোমার জানালার কাছে আর ,
জোনাকি ডানায় লিখে দিলাম।
শুভরাত্রি

শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা

সবথেকে বড় উপহার
যেটা তুমি কাউকে দিতে পার,
সেটা হলো তোমার সময় |
কারণ তুমি তোমার জীবনের এমন
একটা অংশ দিচ্ছ যেটা
ফেরত পাওয়া যায় না |
শুভরাত্রি

শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা

Bengali Good Night Shayari Download

ঘুমন্ত দিনের ঘুমন্ত সময়ে,
ঘুমন্ত বন্ধুর কাছ থেকে, ঘুমন্ত মানুষের কাছে,
এই মেসেজটা গেল।
শুভরাত্রি

Bengali good night shayari download

স্মৃতি ও সময়,
দুটাই খুব মূল্যবান,
কাউকেই ফিরে পাওয়া যায় না !!
শুভরাত্রি

Bengali good night shayari download

শুভাকাঙ্খীরা অনেকটা
রাতের আকাশে তারার মত।
সর্বদা উজ্জল !
কিন্তু আমরা তাদের দেখতে পাইনা,
যতক্ষণ না অন্ধকার নেমে আসে!
শুভরাত্রি

Bengali good night shayari download

রাত্রি দিনের থেকে দীর্ঘ হয়
যারা স্বপ্ন দেখে,
আর দিন রাত্রির থেকে দীর্ঘ হয়
তাদের কাছে
যারা এই স্বপ্নকে সত্যি করে।
শুভরাত্রি

Bengali good night shayari download

সারাদিনের সুন্দর মুহূর্ত গুলো শেষের দিকে ,
খারাপ স্মৃতিকে ভুলে যাও ,
মনে রাখো কেবল ভালো সময়টাকে ..
মনটা তাজা করতে
ভালো একটা ঘুম দাও।
শুভরাত্রি

Bengali good night shayari download

রাত আসে তারা নিয়ে
ঘুম আসে স্বপ্ন নিয়ে ,
আগামীকালের সকাল
তোমার জন্য যেন,
অনেক খুশি নিয়ে আসে,
এই কামনা করি।
শুভ রাত্রি

Bengali good night shayari download

নিরব নিস্তব্ধ এই রাতে,
আমি জেগে আছি
ঐ জোনাকি পোকার সাথে।
দেখেছি আমি ঐ দূর আকাশের চাঁদ,
এইভাবে কেটে যায়
আমার দুঃখ ভরা রাত।
শুভ রাত্রি

আমার কথা না ভেবেই
তুমি ঘুমিয়ে পড়বে,
এটা হতে পারে না।
ঘুমাতে গেলে আমার কথা
তোমার মনে পরবেই,
তোমার মন কে তুমি
বাধা দিতে পারবে না,
এটাই হল ভালবাসা।
শুভ রাত্রি

যদি পৃথিবীর সব রং মিশে গিয়ে
কালো হয়ে যায়,
তবুও তুমি রঙ্গিন থাকবে,
কারন চোখ বন্ধ করলেই
তোমায় আমি রাজ কন্যার মত দেখি।
শুভ রাত্রি

আজকের এই উত্তাল রাতে,
আকাশের পানে তাকিয়ে,
চাঁদের সৌন্দর্য দেখে,
মন কে শান্ত রাখার চেষ্টা করে,
তোমাদের সকলকে জানাই
শুভ রাত্রি

রাত মানে গভীর নেশা,
স্বপ্ন দেখার আশা।
রাত মানে লুকিয়ে থাকা,
উষ্ণ ভালবাসা।
রাত মানে চোখটি বুজে,
সৃতির মোড়ক খোলা।
রাত মানে তোমাদের আমার,
শুভ রাত্রি বলা।

এই পোস্টে আমরা কিছু good night bangla image free download শেয়ার করেছি।
আপনি আপনার প্রিয়জনের সাথে এই ছবি শেয়ার করতে পারেন।

Good Night Bangla Image Free Download

বাহিরে টিপ টিপ করে বৃষ্টি পরছে,
ওদিক থেকে ঘুমের একটি হাওয়া
বার বার শরীরে ছুঁয়ে যাচ্ছে!
কিন্তু দায়িত্ত্ব আর অস্থিরতা
ঘুমাতে দিচ্ছে না।
শুভ রাত্রি

আকাশ এখানে অসীম নীল
ডানা মেলে উড়ে যায়,
স্বপ্নের গাংচিল স্নিগ্ধ সকাল তার প্রতীক্ষায়,
ক্লান্ত দুপুর থমকে দাঁড়ায় এই দিগন্ত,
চোখের সীমানায় কেউ কি ডাকে?
নিশ্চুপ গভীর মায়ায়?
শুভ রাত্রি

আকাশ জুড়ে তারার মেলা আর,
চাঁদের খেলায় ভোলা মন।
মন চাইছে খুশি থাকুক
আমার আপনজন।
নীল রঙ্গের আকাশ
এখন দেখা যাচ্ছে কালো,
আমি আছি বিন্দাস আর
তোমরাও থেকো ভালো।
শুভ রাত্রি

রাত মানে গভীর নেশা,
স্বপ্ন দেখার আশা।
রাত মানে লুকিয়ে থাকা উষ্ণ ভালবাসা।
রাত মানে চোখটিবুজে
স্রিতির মোড়ক খোলা।
রাত মানে তোমাদের আমার
শুভ রাত্রি বলা।।

জোনাকি হল রাতের বাতি।
স্বপ্ন নাকি ঘুমের সাথি।
মন হল মায়াবী পাখি।
ফ্রেন্ড নাকি সুখ দুঃখের সাথি।
তাই জানাই তোমাদের
শুভ রাত্রি

রাত মানে গভির নেসায়
স্বপ্ন দেখার আশা,
রাত মানে লুকিয়ে থাকা
উষ্ণ ভালোবাসা ,
রাত মানে চোখটি বুজে
সৃতির দোকান খোলা,
রাত মানে তোমাকে আমার
শুভ রাত্রি বলা ।

ছোট ছোট স্বপ্ন দেখো
মনের মানুষ নিয়ে,
রাতের আকাশে ভেসে যেও
খুশীর গান গেয়ে,
যে তারাটা দেখবে তুমি
সব চাইতে ব্রাইট,
আমার হয়ে সে তোমাকে বলবে
গুড নাইট ।

কিছু মানুষ ভালোবাসে , কিছু মানুষ স্বপ্ন বাধে ।
কিছু মানুষ আধার রাতে ,
চাঁদের সাথে কথা বলে ।
কিছু মানুষ দুঃখ পোষে,কিছু মানুষ কষ্ট খোঁজে ।
কিছু মানুষ জোছনা রাতে,
একাকী হয়ে চোখের জল ফেলে ।
শুভ রাত্রি

বাহিরে টিপ টিপ করে বৃষ্টি পরছে,
ওদিক থেকে ঘুমের একটি হাওয়া
বার বার শরীরে ছুঁয়ে যাচ্ছে…
কিন্তু দায়িত্ত্ব আর অস্থিরতা
ঘুমাতে দিচ্ছে না!
শুভ রাত্রি

Bengali Shuvo Ratri Image

আজ রাতে তুমি
ঝাল ঝাল স্বপ্ন দেখো,
কারণ রোজ মিষ্টি
শরিরের জন্য ভালো নয়,
শুভ রাত্রি

রাতে এক লোক কে
মসা কামড়াচ্ছে,
লোকটা বিষ খেয়ে বললো-
রক্তে বিষ মিশে গেছে,
এবার কামড়া,
তুমি কিন্তু এটা করো না ।
গুড নাইট

যদি চাঁদে না থাকে কলঙ্ক,
মনে যদি না থাকে বেথা,
তোমার বাড়ি যদি হতো কাছে-
আমি রোজ বলতে আসতাম
একটা কথা ।
গুড নাইট

সবার চোখে ঘুম এখন নীরব রাত,
আমার চোখে ঘুম নেই
চাইছে তোমায় সাথ,
কোন শুখের আসায়
আমার এই রাত জাগাঁ ?
কেনো মন আজ হয়েছে দিশে-হারা।
Good Night

চোখ তুমি বুঝিয়ে ফেলো
অনেক হলো রাত,
কালকে আবার দেখবো
নতুন সুপ্রভাত,
সারারাত ঘুমের মাঝে
স্বপ্ন দেখো খুব,
অনেক হলো রাত এবার
দাও ঘুমের সাগরে ডুব ।
শুভ রাত্রি

আকাশে দেখো চাঁদ মামাকে
লাগছে যেনো একটা ঘুড়ি,
চলো অনেক রাত হয়েছে,
এবার আমরা ঘুমিয়ে পরি।
সকাল বেলা সূর্য ঠাকুর ঘুম ভাঙাবে,
এখন রাতের বেলা,
চাঁদ মামা তোমায় ঘুম পাড়াবে।
গুড নাইট

স্বপ্নের দেশে দেখা হবে
সেখানে আবার কথা হবে,
এখন আমি শুতে যাবো
স্বপ্নের দেশে তোমার দেখা পাবো।
শুভ রাত্রি

ঝিঁঝিঁ পোকা গাইছে গান
বলছে শুয়ে পরো,
রাত তো এবার অনেক হলো
চোখটা বন্ধ করো
চোখ বুঝলে স্বপ্নে তুমি
আমায় খুঁজে পাবে
স্বপ্নে বন্ধু তোমার সাথে আবার কথা হবে।
শুভ রাত্রি

নদীর কুলে ফুল ফুটেছে
দেখার কেউ নাই,
রাতের বেলা তোমায় আমি
গুড নাইট জানাই,
ফুলের মাঝে ভেসে আসে
কতো মধুর গন্ধ,
শায়ারী তে লিখে বেড়াই
আমার মনের ছন্দ।
শুভ রাত্রি

এই পোস্টে আমরা কিছু good night bangla image free download শেয়ার করেছি।
আপনি আপনার প্রিয়জনের সাথে এই ছবি শেয়ার করতে পারেন।

Good night in bengali image free download

মোমবাতি আগুন ছাড়া
জ্বলতে পারে না ,
চাঁদ রাত্রি ছাড়া ঝলমল করে না ,
তেমনি তোমাকে শুভরাত্রি না বলে
আমিও ঘুমাতে যাই না !
শুভ রাত্রি

জীবনের লক্ষ্যে পৌছাতে
স্বপ্নের প্রয়োজন,
স্বপ্নের জন্যে ঘুমের প্রয়োজন।
তাই তুমি তোমার লক্ষ্যের
প্রথম পদক্ষেপ নাও ,
ঘুমাতে যাও !
শুভরাত্রি

এখনো অনেক রাত বাকি ,
আমার হৃদয়ে অনেক কথা বাকি।
তাড়াতাড়ি ঘুমিয়ে পড় ,
কারণ এখনও তোমার অনেক ঘুম বাকি !
শুভরাত্রি

প্রেম তো অনেকেই করে,
কতজন আর ভালবাসে,
সম্পর্কে তো সবাই থাকে,
কিন্তু কতজন আর কাছে আসে!
শুভরাত্রি

সূর্য রক্তিম হবে না ,
সাগর নীল হবে না ,
আমি খুশি হবো না ,
যতক্ষন না তোমায় বিরক্ত করছি !!
শুভরাত্রি

তোমার সব চাওয়া পুরুন হোক ,
সব স্বপ্ন সত্যি হোক !
ভালো থেকো,
ভালো রেখো!
শুভরাত্রি

অতীতের কথা বেশি ভেবো না ,
ভবিষ্যতের চিন্তা বেশি কোরো না ,
বরং ওই সময়ে কয়েকটা মশা মারো!
যাতে ঘুমাতে ভালো পারো !
শুভরাত্রি

কথায় বলে একটা ভালো ঘুম,
সুন্দর সকাল উপহার দেয় ।
তাই আর দেরী না করে
চটপট ঘুমিয়ে পড়!
শুভরাত্রি

নিজের চোখে স্বপ্ন জমিও না ,
তারা অশ্রুজলের সাথে মুছে যেতে পারে!
বরং নিজের হৃদয়ে জমাও ,
প্রতিটা হৃদস্পন্দন সেগুলোকে
পূর্ণ করার অনুপ্রেরণা যোগাবে!
শুভরাত্রি

স্বপ্নগুলো সত্যি হোক,
সকল আসা পুরুন হোক,
দুঃখ গুলো দূরে যাক !
সুখে জীবনটা ভোরে যাক !
এই শুভকামনা তোমার জন্য !!
শুভরাত্রি

চাঁদ এসেছে তোমার
স্বপ্নকে রঙিন করতে ,
তারারা এসেছে সুরময় করতে ,
আর আমার SMS
এসেছে তোমাকে এক
সুন্দর ও শান্তিময় ঘুম দিতে।
শুভরাত্রি
সুইট ড্রিমস

শুভরাত্রির শুভেচ্ছা ছবি

যদি চাঁদে না থাকে কলঙ্ক,
মনে যদি না থাকে বেথা।
তোমার বাড়ি যদি হতো কাছে,
আমি রোজ বলতে আসতাম
একটি কথা।
শুভরাত্রি

রাতের আকাশে অনেক তারা,
কিন্তু একলা লাগে
তোমায় ছাড়া।
শুভ রাত্রি

রাত শুধু আধার নয়,
একটু খানি আলো।
রাত শুধু খারাপ নয়,
স্বপ্ন গুলো ভালো।
তাই ঘুমিয়ে পর,
ভাল থেক।
“শুভ রাত্রি”

পাগলী আমার ঘুমিয়ে পড়েছে,
মুঠোফোন তাই শান্ত।
আমি রাত জেগে দিচ্ছি পাহারা,
মুঠোফোনের এই প্রান্ত ।
এ কথাটা যদি সে জানতো!
–শুভ রাত্রি–

রাত শুধু আধার নয়,
একটু খানি আলো।
রাত শুধু খারাপ নয়,
স্বপ্ন গুলো ভালো।
তাই ঘুমিয়ে পর,
ভাল থেক।
শুভ রাত্রি।

ভোরের আলো উঠবে ফোটে
রাতের অবসানে,
তোমায় আবার জাগতে হবে
নতুন আলোর টানে,
নতুন দিনে চলতে হবে
নতুনপথের যাত্রী,
ক্লান্তক্ষনে তাইত জানাই
শুভ রাত্রি

নিরব নিস্তব্ধ এই রাতে,
আমি জেগে আছি
ঐ জোনাকি পোকার সাথে।
দেখেছি আমি
ঐ দূর আকাশের চাঁদ,
এইভাবে কেটে যায়
আমার দুঃখ ভরা রাত
শুভ রাত্রি

সন্ধ্যা তোমার লালচে আকাশ,
মনের ভুলের রাতে।
না ঘুমোনো তারা কিছু,
জাগবে তোমার সাথে।
শুভ রাত্রি

যদি পৃথিবীর সব রং
মিশে গিয়ে কালো হয়ে যায়,
তবুও তুমি রঙ্গিন থাকবে ,
কারন চোখ বন্ধ করলেই,
তোমায় রাজ কন্যার মত দেখি।।
শুভ রাত্রি

আজকের এই উত্তাল রাতে,
আকাশের পানে তাকিয়ে,
চাঁদের সৌন্দর্য দেখে,
মন কে শান্ত রাখার চেষ্টা করে,
তোমাদের সকলকে জানাই,
শুভ রাত্রি

Twinkle Twinkle লিটিল স্টার
সময় হলো ঘুমাও এবার
মশার সাথে করো ফাইট
আজকের মতো
Good Night

এই পোস্টে আমরা কিছু good night bangla image free download শেয়ার করেছি।
আপনি আপনার প্রিয়জনের সাথে এই ছবি শেয়ার করতে পারেন।

Romantic Good Night in Bengali

এই তোমার জন্য
একটা গিফট আছে,
তুমি কি নেবে ?
ওকে দিচ্ছি !
কিন্তু আগে তুমি ঘুমাও ।
কারন আমার গিফট টা হলো
“স্বপ্ন”
Good Night

চাঁদ এসেছে তোমার
স্বপ্নকে রঙিন করতে ,
তারারা এসেছে সুরময় করতে।
আর
আমার মেসেজ এসেছে তোমাকে,
এক শান্ত ও উষ্ণ নিদ্রা উপহার দিতে।
শুভরাত্রি

চারদিকে অন্ধকার নেমে এসেছে ,
পাখিরা তাদের বাসায় ফিরেছে ,
রাস্তাঘাট শুনশান হয়ে গেছে ,
সবাই ঘুমিয়ে পড়েছে।
আমি শুধু জেগে রয়েছি
শুধু তোমায়
শুভরাত্রি বলার জন্য !

সুন্দর আর ভয়ঙ্কর রাত্রির মধ্যে তফাৎ কোথায় ?
সুন্দর রাতে তুমি তোমার
টেডি বিয়ার কে জড়িয়ে ধরো,
আর ওটাই ভয়ঙ্কর হয়,
যদি টেডিও তোমাকে জড়িয়ে ধরে !!
শুভরাত্রি

যদি কাউকে ভালোবাসো ,
সেটা দেখাও!
এটা বলার থেকে দেখালেই ভালো।
যদি কাউকে ঘৃনা করো ,
বলে দাও সেটা।
এটা দেখানোর থেকে বলাই ভালো!
শুভরাত্রি

এক নিস্তব্ধ রাত্রিতে,
নিকষ অন্ধকারে,
এক গভীর ঘুমে, এক সুন্দর স্বপ্নে,
এক প্রিয় বন্ধুকে জানাই
' শুভরাত্রি '

স্বপ্ন মানে বাতির খেলা, স্বপ্ন মানে ভালোবাসা !!
স্বপ্ন মানে রাতের মাঝে
লুকিয়ে রাখা আশা !!
স্বপ্ন মানে দুঃখ ভুলে নতুন পথযাত্রী !!
স্বপ্ন মানে মিষ্টি মুখে জানায়
শুভ রাত্রি!!

আকাশ জুড়ে তারার মেলা
আর চাঁদের খেলায় ভোলা মন ।
মন চাইছে খুশি থাকুক
আমার আপনজন ।
নীল রঙ্গের আকাশ এখন
দেখা যাচ্ছে কালো,
আমি আছি বিন্দাস আর
তোমরাও থেকো ভালো ।
শুভ রাত্রী

একটা সত্যিকারের ভালোবাসা
একটা অসহায় জীবনকে
নতুন রূপ দিতে পারে,
আবার একটি মিথ্যে ভালোবাসা
একটা সুন্দর জীবনকে
ধ্বংস করে দিতে পারে।
শুভ রাত্রী

এই পোস্টে আমরা কিছু good night bangla image free download শেয়ার করেছি।
আপনি আপনার প্রিয়জনের সাথে এই ছবি শেয়ার করতে পারেন।

Good Night in Bengali Language

সবার চোখে ঘুম নীরব এখন রাত,
আমার চোখে ঘুম নাই কেন
বলতে কি পারো তুমি,
কোন সুখের আশায়
আমার এই রাত জাগা,
কেন মন আজ দিশে হারা।
শুভ রাত্রি

ঘুমের পরি নেমে এলো
বলছে শুতে যাও,
ঘরে গিয়ে চোখটা বুজে
নিশ্চিন্তে ঘুমাও।
পরির দেশে নিয়ে যাবো,
করবো কতো খেলা
সারারাত কেটে যাবে কাটবে সারা বেলা।
গুড নাইট

অন্ধকার ঘনিয়ে এলো,
চাঁদ মামার উদয় হলো
যাবার আগে শুভ রাত্রি বলে দিয়ো।
কালকে আবার কথা হবে,
কথাটা মনে রেখো
এভাবেই সারাজীবন আমার পাশে থেকো।
শুভ রাত্রি

দিন কেটেছে রাত হয়েছে
সূর্য গেছে ডুবে,
মাথার ওপর চাঁদের আলো জোস্না ছড়াচ্ছে।
জোস্নার ছোঁযায় চাঁদের আলোয়,
ঘুম টা দিয়ো ভালো
বন্ধু তুমি আমার সাথে শুভ রাত্রি বলো।

যদি তোমাকে প্রতিদিন গুড নাইট ,
বলার জন্যে কেউ থাকে ,
তাহলে তুমি অনেক অনেক,
মানুষের থেকে সুখী।
শুভ রাত্রি

চাঁদের আলো ঝিমিয়ে গেছে,
ঝিঁঝিঁ পোকারাও চুপ,
আমি তোমায় এখনো বন্ধু
মিস করছি খুব,
রাতের আঁধার ঘন কালো,
এবার প্রিয়া ঘুমাতে চল।
শুভ রাত্রি

শোনো আজকে নোনতা স্বপ্ন দেখো !
কারণ প্রতিদিন মিষ্টি স্বপ্ন দেখলে
আবার সুগার হয়ে যেতে পারে !
শুভরাত্রি

মিষ্টি তারা মুছকি হাসে,
জোনাকিরা উড়ছে গাছে,
চাঁদ মামা ঝিমিয়ে এলো,
বলছে তোমায় চোখ টা মেলো,
না ঘুমালে ঘুমের পরি,
স্বপ্ন তোমার করবে চুরি ।
শুভ রাত্রি

ভোরের আলো উঠবে ফুটে
রাতের অবসানে,
তোমায় আবার জাগতে হবে
নতুন আলোর টানে,
নতুন দিনে চলতে হবে
হয়ে নতুন পথের যাত্রী,
ক্লান্তক্ষনে তাইত জানাই।
শুভ রাত্রী

আকাশ জুড়ে তারার মেলা,
আর চাঁদের খেলায় ভুলা মন।
মন চাইছে খুশি থাকুক,
আমার আপনজন।
নীল রঙ্গের আকাশ এখন
দেখা যাচ্ছে কালো,
আমি আছি বিন্দাস আর,
তোমরাও থেক ভালো।
শুভ রাত্রি

এই পোস্টে আমরা কিছু good night bangla image free download শেয়ার করেছি।
আপনি আপনার প্রিয়জনের সাথে এই ছবি শেয়ার করতে পারেন।

Good Night Bangla Image Free Download

কিছু মানুষ ভালোবাসে, কিছু মানুষ স্বপ্ন বাধে।
কিছু মানুষ আধার রাতে,
চাঁদের সাথে কথা বলে।
কিছু মানুষ দুঃখ পোষে, কিছু মানুষ কষ্ট খোঁজে ।
কিছু মানুষ জোছনা রাতে,
একাকী হয়ে
চোখের জল ফেলে।
শুভ রাত্রি

নিরব রাতে ঘুম পরীরা
হাসছে মিটি মিটি,
মনে রেখ আমার
এই বন্ধুত্বের চিঠি।
বন্ধু তোমায় দেখতে
আমার মনটা দিল পাড়ি,
এবার তবে ঘুমিয়ে পর
না ঘুমালে আড়ি।
শুভ রাত্রি

রাত শুধু আঁধার নই,
একটু খানি আলো।
রাত শুধু খারাপ নই,
স্বপ্ন গুলো ভালো।
তাই ঘুমিয়ে পড় ,
ভাল থেকো।
শুভ রাত্রি

যোনাকি হল রাতের বাতি ।
স্বপ্ন নাকি ঘুমের সাথী।
মন হল মায়াবী পাখি।
বন্ধু নাকি সুখ দুঃখের সাথী।
তাই জানাই তোমাদের
শুভ রাত্রি

ওই !
তাড়াতাড়ি ডিনার শেষ করো
এবং ঘুমোতে যাও !
কারণ তোমার জন্যে অপেক্ষা করছে,
মিষ্টি স্বপ্ন !!
শুভরাত্রি

পাগলী আমার ঘুমিয়ে পড়েছে !
মুঠোফোন তাই শান্ত,
আমি রাত জেগে দিচ্ছি পাহারা
মুঠোফোনের এই প্রান্তে ।
এ কথা যদি সে জানতো ?
শুভ রাত্রি

সবার চোখে ঘুম
এখন নীরব রাত,
আমার চোখে ঘুম নাই
কেন বলতে পারো,
কোন সুখের আশায়
আমার এই রাত জাগা,
কেন মন আজ হয়েছে দিশে হারা।
শুভ রাত্রি

দেখা হয়নি হবে না কভু,
জতদিন বেঁছে থাকি
তুমি স্বপ্ন হয়ে রবে !
দুঃখের মাঝামাঝি নির্ঘুম রাতে জানাই,
শুভ রাত্রি

মিষ্টি মিষ্টি রাত,
আকাশে নেই চাঁদ
মেঘে ঢাকা আকাশ,
ঠাণ্ডা ঠাণ্ডা বাতাস
ঘুমিয়ে গেছে পাখি,
মিটি মিটি আলো দেয় জোনাকি
তোমাদের কে জানাই
শুভরাত্রি

এই পোস্টে আমরা কিছু good night bangla image free download শেয়ার করেছি।
আপনি আপনার প্রিয়জনের সাথে এই ছবি শেয়ার করতে পারেন।

Conclusion

যদি দিনের শেষের পাশাপাশি দিনের শুরুও হয়, তাহলে ষোল কলা সম্পূর্ণ হয়। এই পোস্টে আমরা কিছু শেয়ার করেছি good night bangla image free download. তাই একটি সুন্দর রাতে শুভরাত্রির শুভেচ্ছা আপনার নিশি জাপানের মাধুর্য বহুগুণ বাড়িয়ে দেয়। যত তাড়াতাড়ি আপনি শুভরাত্রির উদ্ধৃতি পাবেন, আপনি আপনার প্রিয়জনকে শুভ রাত্রি বার্তা পাঠাতে চাইতে পারেন। কিন্তু সেই মুহূর্তে হয়তো সঠিক শব্দ চয়ন করতে না পারার আক্ষেপ আছে। আপনার অনুশোচনা দূর করতে, আমরা আন্তরিক শুভেচ্ছায় পূর্ণ শুভরাত্রি বার্তাগুলির একটি বিশাল সংগ্রহ নিয়ে এসেছি। সেই সংগ্রহ থেকে আপনি যে কোনো বার্তা নির্বাচন করুন এবং আপনার প্রিয়জনকে পাঠান। ঘুমাতে যাওয়ার আগে শুভ রাত্রি বার্তা পাওয়া এবং পড়া একটি ভাল রাতের ঘুম এবং ভাল স্বপ্ন নিশ্চিত করবে।এই পোস্টটি বাংলা ভাষায়, আমি আশা করি আপনি এটি পড়তে পছন্দ করবেন। আপনি আপনার প্রিয়জনের সাথে এই ছবি শেয়ার করতে পারেন।

Post a Comment

0 Comments